পোস্টটি শেয়ার করুনঃ

অনুপম কুমার সিংহ,বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও:
অসাম্প্রদায়িক চেতনা ধারণ, লালন ও বাস্তবায়ন, ধর্মীয় সহিংসতা রোধ, সকল ধর্মের ও বর্ণের মানুষের মাঝে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে কাজ করার জন্য সম্প্রীতি বাংলাদেশ
ঠাকুরগাঁও জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে এ কমিটির
অনুমোদন দেন সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব প্রফেসর ডা: মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
কমিটিতে ডা: আলী আবরার কে আহবায়ক
ও মো: আসাদুজ্জামান আসাদ কে সদস্য সচিব করে ২৫ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মন্টু দাস (বীর মুক্তিযোদ্ধা), যুগ্ম
আহবায়ক ভবেশ চন্দ্র রায়, প্রবীর গুপ্ত বুয়া, কমল কাদেরি। সদস্য- সাইফুল ইসলাম, মার্চেলো দাস,
অশোক কুমার দাস, অভিজিৎ গুহ ঠাকুরতা, রক্তিম বড়ুয়া, আবদুস সালাম রুবেল, নাফিউল ইসলাম
রকি, মিনা টপ্প, নাজমিন বেগম স্নিগ্ধা, হোসনে আরা চৌধুরী আঁখি, এ্যাড. মিজানুর
রহমান রিপন (পীরগঞ্জ), মো: মমিরুল ইসলাম সুমন (বালিয়াডাঙ্গী), এ, কে এম আব্দুল্লাহ আল তারেক লিপু ( রাণীশংকৈল), সুব্রত ভৌমিক মিলন (হরিপুর), লিলিয়ানা, সুমা ঘোষ, সীমা খের,মোঃমুনছুর আলী ও বাশারুল ইসলাম।

সম্প্রীতি বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা কমিটির আহবায়ক ডা: আলী আবরার ও সদস্য সচিব মো: আসাদুজ্জামান আসাদ জানান, ধর্মীয় সহিংসতা প্রতিরোধ ও অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে গঠিত সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছে তা আমরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পালনের
চেষ্টা করবো। পাশাপাশি সকল ধর্ম ও বর্ণের মানুষের আবহমান কালের আমাদের দেশের যে
সম্প্রীতি, তা অক্ষুন্ন রাখতে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ।
আগামীতে এই সংগঠনকে শক্তিশালী করতে সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তারা।


পোস্টটি শেয়ার করুনঃ