পোস্টটি শেয়ার করুনঃ

মো.হাসমত উল্লাহ,সিনিয়র রিপোর্টার
লালমনিরহাট।।।

লালমনিরহাট জেলার সদর থানাধীন চর কুলাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে

৬ কেজি গাঁজা একটি অটো ইজিবাইক এবং ০২জন আসামি আটক করেন ডিবি পুলিশ।

লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই /মাহমুদুল হাসান সঙ্গীয় এএসআই নিঃ /মোঃ আমিনুল ইসলাম, এএসআই নিঃ /আব্দুল বারী কং ৫৩১/আফতাব,কং/৭০৫ রবিউল, ও লুৎফর রহমানসহ, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের সদর থানাধীন চর কুলাঘাট এলাকায় চেকপোস্ট ডিউটি করাকালে ফুলবাড়ী টু লালমনিরহাট গামী পাকা রাস্তার উপর হইতে একটি অটো ইজিবাইক ও ৬ কেজি গাঁজাসহ দুই জন কে আটক করেন।

আটককৃত আসামী হলেন নজরুল ইসলাম (২১),পিতা মোঃ আমজাদ হোসেন সাং গোড়ক মন্ডল ইউপি নাওডাঙ্গা, আজিমুল হক (২২), পিতা মোঃ আব্দুস সামাদ সাং কৃষ্ণাঙ্গ বকশি ,ইউপি নাওডাঙ্গা উভয় ‌থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম। এ বিষয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজুর হয়।

লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন চর কুলাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা একটি অটো ইজিবাইক এবং ০২জন আসামি আটক করেন ডিবি পুলিশ।


পোস্টটি শেয়ার করুনঃ