রাঙ্গাবালীতে নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার


মোঃ কবির হাওলাদার
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার রবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ জুন শনিবার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গাছ বনের পশ্চিম পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি আনুমানি ২০ বছড় বয়সী একজন পুরুষের বলে ধারনা করছে পুলিশ।পুলিশ জানায়, শনিবার দুপুর ২ টায় মরদেহটি নদীতে ভেসে থাকার খবর জানান স্থানীয় গ্রাম পুলিশ, সাগর সর্দার। খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ ও পায়রা বন্দর নৌ-পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় ঐ মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহের গায়ে সাদা-কালো স্টেপের গেঞ্জি ছিলো বলে জানিয়েছে উদ্ধারকারীরা।এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা মরদেহের বিষয়ে রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি তদন্ত করবে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ি।