পোস্টটি শেয়ার করুনঃ

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুরে ৫০ তম বাংলাদেশ জাতীয় পর্যায়ে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ফুটবল ক্রীড়া প্রতিযোগিতায় ধলিগাতি সুন্দলপুর কামিল মাদ্রাসা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ইউনিয়ন পর্য়ায়ে চাম্পিয়ান হয়েছে শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ।

গত ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী এই দুটি দল। খেলার শুরুতে সমান ভাবে দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণ হতে থাকে। এরপর প্রথম অর্ধের ১০ মিনিটে শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশের খেলোয়াড় হৃদয় হোসেন’এর দূরপাল্লা শর্টে প্রথম গোলে এগিয়ে যায় শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ। এরপর ম্যাচের দ্বিতীয় অধ্যের শেষ মুহুর্তে ইনামুলের করা দ্বিতীয় গোলে ২-০ গোলে এগিয়ে জয় নিশ্চিত করে তারা। নির্ধারিত সময় শেষে ম্যাচের প্রধান ফেরারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য হাবিল-উদ্দিন লম্বা বাঁশি বাজিয়ে খেলার পরি সমাপ্তি ঘোষণা করেন।

বাঙ্গালীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মুজিবর রহমানের সভাপতিত্বে ও শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগ নেতা জি, এম মেহেদি হাসানের সঞ্চালনায় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও রানার্স আপ ধলিগাতি সুন্দলপুর আলিম মাদ্রাসা ফুটবল একাদশের খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন ক্রীড়া কমিটির সভাপতি ও শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। জি,এইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান, শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক শিক্ষক মোঃ নুরুল ইসলাম, শিক্ষক আব্দুল মুকিদ, মিজানুর রহমান, শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা ড. এস, এম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আপেল বাপ্পিসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর (রবিবার) সকালে গ্রীষ্মকালীন ফুটবল ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন করেন, মনিরামপুর উপজেলা আ.লীগ নেতা ও ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক শিক্ষক মোঃ আমজাদ হোসেন।


পোস্টটি শেয়ার করুনঃ