দৌলতপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড

ওয়াসীম ইসলাম নীরব কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে দেশীয় তৈরী পাইপগান অস্ত্র মামলায় শাহাজুল ইসলাম (৪৭) নামে একজনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
২৫ মে (বৃহস্পতিবার ) দুপুরের দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসাফ উদ দৌলা আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পরে পুলিশের কঠোর পাহাড়ায় তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্ত হলেন দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে শাহাজুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায় গত ২০২১ সালের ১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার পুলিশ জানতে পারেন অভিযুক্ত ব্যক্তির কাছে অস্ত্র আছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ শাহাজুলের বসত বাড়ীতে যান এবং রাত ৩.৫৫ মিনিটের সময় তার বাড়ীতে তল্লাশী করে ষ্ট্রীলের ড্রামের মধ্যে হতে একটি সাদা রংয়ের বাজার করা প্লাষ্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার এস,আই (নিঃ) কায়েস মিয়া বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মমিনুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জুলাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষনা করেন।