দুই সন্তানকে ‘বাঁচাতে গিয়ে’ পানিতে ডুবে প্রাণ গেলো মায়ের


এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.
দিনাজপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতশুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের স্থানীয়রা পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে এবং একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের দিনমজুর উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী বালা(২৮) ও দুই ছেলে গৌতম দেবনাথ(৮)ও প্রীতম দেবনাথ(৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রের জানাযায়, অষ্টমী বালা প্রতিদিন বাড়ির পাশে জাকির হোসেনের পুকুরে গোসল করা, কাপড় কাঁচা ও থালাবাসন পরিষ্কার করতেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুরের মালিক জাকির হোসেনের কেয়ারটেকার তিন জনকে পানিতে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে তাদের উদ্ধার করেন। সে সময় দু’জন মৃত্য এবং একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।
পুকুর পাড়ে এক বালতি পরিষ্কার করা কাপড়ও পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা, পুকুরে গোসল করার সময় দুই ছেলে পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে।
এসময় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ রমিজ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম বলেন, প্রাথমিকভাবে মৃত্যুদেহ তিনটি সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে । এরপরও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন বলেন, আমরা এলাকার লোকদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। তবে কারও কোনো অভিযোগ পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারপরও অভিযোগ পেলে তদন্ত করা হবে।