মোঃ আসাদুল্লাহ সনি- নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রাদয়ের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ আবির্ভব উপলক্ষে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জন্মাষ্টমী পালন উপলক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক স্থানীয় সরকার দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম। নবাবগঞ্জ সরকারি কলেজর প্রফেসর অধ্যক্ষ ড.শংকর কুমার কুন্ডু। ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জে সভাপতি ডাবলু কুমার ঘোষ। সহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ সালেহ্ উদ্দীন এবং শ্রী রাম নীলাচলেশ্বর নারায়ণ দাস ব্রক্ষচারী ইসকন প্রচারক শ্রী আশ্রয় নরোত্তম দাস।
এ সময় অনুষ্ঠানে বক্তারা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরেন।