কালিহাতীতে গরুর ব্যবসায়ী-খামারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাদিয়াত হোসেন: (ঢাকা ব্যুরো প্রধান)
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর ব্যবসায়ী ও খামারীদের সাথে গরু চুরি রোধসহ আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২৪ শে)সকালে কালিহাতী থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা আজিজুর রহমান’র’ সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),মোঃ শরফুদ্দীন, কালিহাতী পৌরসভার মেয়র নরুন্নবী সরকার, এলেঙ্গা পৌর সভার মেয়র মোহাম্মদ নুর-এ-আলম সিদ্দিকী।
এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার কালিহাতী থানা এলাকার সকল ব্যবসায়ী ও খামারীদের সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা সহ ঈদুল আযহা- উপলক্ষে গরু চুরি রোধ ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
কালিহাতি থানা এলাকার সকল গরুর খামারী-ব্যবসায়ী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।