পোস্টটি শেয়ার করুনঃ

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জয়নাল মিয়া নামে পুলিশের তালিকাভুক্ত এক মাদক কারবারির মালামাল আদালতের নির্দেশে ক্রোক করেছে থানা পুলিশ।

জানাযায় বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী ছোট কুড়িপাইকা গ্রামের মাদক কারবারির বসত ঘর থেকে, ঘরে থাকা কিছু মালামাল ক্রোক করা হয়। মাদক কারবারি জয়নাল মিয়া ওই গ্রামের মৃত মাহফুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি জয়নাল মিয়া দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। আদালতে তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিচারাধীন থাকলেও এসব মামলার ধার্য তারিখে তিনি গ্রেফতার এড়াতে অনুপস্থিত থাকেন।

এদিকে ২০২২ সালের একটি মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জয়নাল মিয়ার অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে বুধবার বিকেলে ওই মাদক কারবারির বাড়ি থেকে মালামাল জব্দ করে পুলিশ।

এ বিষয়ে আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, জয়নালের বিরুদ্ধে থানায় ১৯টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী তার বাড়ি থেকে এলাকাবাসীর উপস্থিতিতে একটি ফ্রিজ, সোফা সেট, খাটসহ বিভিন্ন মালামাল (অস্থাবর সম্পত্তি) জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।


পোস্টটি শেয়ার করুনঃ