আখাউড়া রেলস্টেশন, ছিনতাইকারীর কাছ থেকে টাকা উদ্ধার করলেন আর এন বি সদস্য মোঃ বদিউল আলম ভূঁইয়া

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলস্টেশন এলাকা হইতে ২০/৫/২০২৩ তারিখ অনুমান রাত ১১ ঘটিকার সময় শ্রীমঙ্গল বুলবীর এলাকার এক ট্রেন যাত্রীর কাছ থেকে বেশ কয়েকজন ছিনতাইকারী মিলে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময়, টাকার মালিক ছিনতাইকারি ৭০ হাজার টাকা নিয়ে গেলো বলে চিল্লাচিল্লি করিলে সাধারণ মানুষ ও আর এন বি সদস্যরা এবং আর এন বি সদস্যদের মধ্যে সাহসী সদস্য মোঃ বদিউল আলম ভূঁইয়া, বিশেষ কায়দায় প্রায় ২০ মিনিট অভিযান চালিয়ে ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়। টাকার মালিক আমির হোসেন কে আর এন বি সকল সদস্যরা সাংবাদিক ও উপস্থিত সকল মানুষের সামনে টাকা বুঝিয়ে দেন।
ছিনতাইকারী মুন্নাকে পুলিশের হাতে তোলে দেন।
ছিনতাইকারী মুন্না (২০) হলেন চেকপোস্ট বাউতলার গ্রামের শাহ আলম মিয়ার ছেলে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
টাকার মালিক আমির হোসেন (১৮) হলেন শ্রীমঙ্গল থানার এলাকার বুলবীর গ্রামের হান্নান মিয়ার ছেলে, জেলা মৌলভীবাজার।
খোঁজ নিয়ে জানা যায় মোঃ বদিউল আলম ভূঁইয়া এর আগে ১৩/৪/২০২২ সালে, তাল শহর রেল স্টেশনে রাতে ডিউটি করা কালি ডাকাত দলের কাজে বাধা প্রেরণ করিলে, ডাকাত দলের সদস্য রা তার উপরে হামলা চালিয়ে থাকে মেরে পেলার উদ্দেশ্য আক্রমণ করে। ডাকাত দলের আক্রমণের আঘাতে, সে রক্তভূমি করে ঐদিন সেন্স লেন্স হয়ে আশঙ্কজনক অবস্থায় ছিল, উন্নত চিকিৎসায় এবং হিন্দু, মুসলিম সকল মানুষের দোয়াই আজ বেঁচে আছে। খোঁজ নিয়ে আরো জানা যায় ২০১৯ সাল থেকে এখনও বর্তমান সে কিডনি রোগে আক্রান্ত হয়ে খুব কষ্ট করছে। ২০/৫/২০২৩ তারিখে আখাউড়া রেলওয়ে ডিউটি করাকালীন, শারীরিক সমস্যা নিয়েও ছিনতাইকারীর পিছু নিয়ে তাকে ধরতে সক্ষম হয়।
মোঃ বদিউল আলম ভূঁইয়া, সি/৫৭৯ – ই, সিপাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বাংলাদেশ।